সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন হত্যাকাণ্ডের ঘটনায় থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। আসামিরা হলেন- সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলাইরপাড় গ্রামের মানিক মিয়ার ছেলে সেলিম মিয়া, একই গ্রামের আবদুল মোতালেবের ছেলে শাহেনশাহ (২৫), ইসলামপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে সাগর মিয়া (২০) একই গ্রামের আনছার আলীর ছেলে আল আমিন ((৪০), মৃত সুরুজ মিয়ার ছেলে আবু তাহের (৫৮) ও কাগেরগাঁও গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে শাহনুর মিয়া (৪২)।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় নিহতের স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন।
আসামিদের মধ্যে মঙ্গলবার আটককৃত সেলিম, শাহেনশাহ ও সাগর মিয়াকে থানা পুলিশ ওই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।
প্রসঙ্গত সোমবার রাতে সুনামগঞ্জ সদর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন (৩৫) খুন হন। তিনি ইসলামপুর গ্রামের মুছলিম উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকাল ৭টার দিকে থানা পুলিশ ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে।




Discussion about this post