রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৯ মাইল এলাকায় সংঘটিত বহুল আলোচিত ব্রাশফায়ারে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অস্ত্রসহ নতুন জয় চাকমা (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার রাতে যৌথবাহিনীর একটি দল বাঘাইছড়ি উপজেলার মাচালং গলাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল এবং ৩ রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নতুন জয় চাকমা ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সন্ত্রাসী এবং তিনি বাঘাইহাট এলাকার অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে বাঘাইছড়ির ৯ মাইল এলাকায় সংঘটিত আলোচিত সাত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।
ওই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী দৃষ্কৃতকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু করেছে এবং এরই ধারাবাহিকতায় আজ ইউপিডিফের (মূল) এ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অন্যান্য সন্ত্রাসীকেও গ্রেপ্তারে চলমান সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।




Discussion about this post