নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বন্দর থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আব্দুল করিম বাবুকে বন্দর থানায় দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে। তবে ডিবি পুলিশ এখনো তাকে থানায় হস্তান্তর করেনি।
রফিকুল ইসলাম জানান, আব্দুল করিম বাবুর বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা রয়েছে। ডিস ব্যবসাকে কেন্দ্র করে এই চাঁদা দাবির ঘটনা।




Discussion about this post