নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলী থেকে তিন জিনের বাদশাকে আটক করেছে র্যাব-২ এর সদস্যরা। রোববার রাত ১০টার দিকে আকিব ডিপার্টমেন্টাল স্টোর থেকে বিকাশ থেকে টাকা তোলার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সাইফুল (২৩), মাহফুজুল দ্বীপ (২৬), রাকিব (২৮)। তাদের তিনজনের গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়ী গ্রামে।
র্যাব জানায়, আটককৃত তিনজন পরিচয় গোপন করে বিভিন্ন সময় জিনের বাদশা সেজে মিথ্যা তথ্য দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটকের জন্য ফাঁদ পেতে র্যাবের অভিযানিক দল তাদের আটক করে। তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম ও টাকা জব্দ করা হয়।
র্যাব-২ এর এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের নিয়ে গোয়েন্দা অনুসন্ধান চালানো হয়। এই তিনজন নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের ছেলের ফেইসবুক অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে হুমকি দেয় ও ৫ লাখ টাকা চাঁদা চায়। এসএম রেফাত জামিল শেরে-ই-বাংলা থানায় প্রতারণার একটি জিডি করেন। তার অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে র্যাব।
আটক ৩ জনের সঙ্গে আরও যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।




Discussion about this post