মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ১ মণ গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় গাঁজা পাঁচারের সঙ্গে জড়িত সন্দেহে ৩জনকে আটক করা হয়। আটককৃতদেরকে আজ রবিবার সকালে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর ডিবি পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার বামন্দী শহরের বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ জনকে আটক করা করে। আটককৃতরা হলেন-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের রবিউল ইসলামের ছেলে বাদশা আলী, ভাগযোতপুর গ্রামের রজব আলীর ছেলে রবিউল ইসলাম ও ভেড়ামারা উপজেলার পশ্চিম বাইকচর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বজলুল হক।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান,রাতে কুষ্টিয়ার দৌলতপুর এলাকা থেকে একটি পিক গাড়ীতে বেগুন (সবজি) বস্তার মধ্যে মাদক নিয়ে বামন্দী হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার প্রস্তুতি চলছিল। এ সময় বামন্দী শহরের বটতলার মোড় নামক স্থানে পিকআপটির অবস্থান দেখে ডিবির পুলিশের একটিদল তল্লাশি চালায়। তল্লাশি শেষে পিকআপ থেকে ৪০ কেজি গাঁজাসহ মাদক পাঁচারের সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে। আটককৃতদের নামে মাদকদ্রব্য আইনে গাংনী থানায় একটি মামলা হয়েছে।




Discussion about this post