ঝিনাইদহ প্রতিনিধি: বিয়ের আসর থেকে জীবন চৌধুরী টিটন নামে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটক টিটন মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানহাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
রবিবার দিবাগত ভোর রাতের দিকে ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, টিটন নিজেকে সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পরিচয় দিয়ে রতনহাট গ্রামের একটি মেয়েকে বিয়ে করতে যান। এ সময় তিনি নিজের নাম শ্রাবণ বলে জানান। তার আচরণে পাত্রীর পরিবারের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে সদর থানার এসআই শাখাওয়াত হোসেন তাকে আটক করেন। তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। তার নামে মহেশপুর থানায় ৩টি মামলা রয়েছে।
মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী জানান, টিটন বিভিন্ন সময় নিজেকে সেনা কর্মকর্তা ও র্যাব সদস্য পরিচয় দিয়ে এখন পর্যন্ত ৪ থেকে ৫টি বিয়ে করেছে। তার স্ত্রী ও এক ছেলে আছে। তার বাবা সিরাজুল ইসলাম এলাকায় জামায়াত নেতা হিসেবে পরিচিত।




Discussion about this post