আন্তর্জাতিক ডেস্ক: এক নারী পরিবেশকর্মীকে হেনস্থার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হলেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। এ ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি বরখাস্ত থাকবেন। শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত শেষ হওয়ার পর মার্ক ফিল্ডের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বৃহস্পতিবার লন্ডনের একটি অনুষ্ঠানে এক নারী বিক্ষোভকারীর ওপর একজন সিনিয়র রাজনীতিবিদ হামলে পড়ার ভিডিও ফাঁস হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত জারি করা হয়েছে।
সিএনএনের টিভি চ্যানেল আইটিভির এক ভিডিওতে দেখা যায়, ভরা মজলিসে একজন নারী ঢুকে পড়ে দ্রুত এগিয়ে আসতে থাকলে ওই নেতা উঠে এসে বিক্ষোভকারীর গলায় চেপে ধরেন এবং ঘাড় ধাক্কা দিতে দিতে হলরুমের বাইরে পাঠিয়ে আসেন।
এ ঘটনার পর পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী মার্ক ফিল্ড ওই নারীর গলায় চেপে ধরার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি লন্ডন ও ওয়েস্টমিনিস্টার সিটির একজন সংসদ সদস্যও বটে।
অনুষ্ঠানে ওই নারীর হঠাৎ দ্রুত বেগে ঢুকে পড়ায় অতিথিরা হুমকির মুখে পড়লে মার্ক ফিল্ড একাজ করতে বাধ্য হন বলে পরবর্তীতে স্বাভাবিক ভঙ্গিতে স্বীকারোক্তি দেন।
মন্ত্রী বলেন, অনুষ্ঠানে উল্লেখযোগ্য কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। ওই নারীর এগিয়ে আসার গতি দেখে মনে হচ্ছিল, তার কাছে কোনো অস্ত্র থাকতে পারে।
লন্ডনের ম্যানশন হাউসে অনুষ্ঠিত ওই অনুষ্ঠান চলাকালীন শহরজুড়ে `গ্রিনপিস ইউকে‘ শিরোনামে পরিবেশকর্মীরা বিক্ষোভ করছিলেন। এ সময় একজন নারী বিক্ষোভকারী অনুষ্ঠানের হল রুমে ঢুকে পড়লে আপত্তিকর এ ঘটনার সূত্রপাত হয়।
ভিডিওটি ভাইরাল হয়ে পড়লে মার্ক তুমুল সমালোচনার মুখে পড়েন। একজন সিনিয়র রাজনীতিবেদর পক্ষে একজন নারীর সঙ্গে এমন আপত্তিকর আচরণ করা কিছুতেই উচিত হয়নি বলে দাবি করেছেন অনলাইন এ্যাক্টিভিস্টসহ অনেক তরুণ-প্রবীণরা।




Discussion about this post