টেকনাফ প্রতিনিধি: টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাবেদ দুই মাদককারবারি নিহত হয়েছেন। নিহতরা হলেন- মিয়া (৩৪) ও রেজোয়ান সওদাগর (৩৫)। ‘ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে জাবেদের বাড়ি যশোর এবং রেজোয়ানের বাড়ি চাঁদপুরে।
আজ বুধবার (১৭জুলাই) ভোরে উপজেলার জাদিমুড়া সংলগ্ন শিকলগাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এই তথ্য নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সল হাসান খান জানান, বুধবার ভোরে উপজেলার জাদিমুড়া সংলগ্ন শিকলগাড়া এলাকা দিয়ে একটি ইয়াবার চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে- এমন গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি বিশেষ টহলদল নাফনদীর কিনারায় অবস্থান করে। তারা কয়েকজন ব্যক্তিকে অন্ধকারে নাফনদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখেন।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুই মাদক কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় কাদার মধ্যে পড়ে থাকতে দেখা যায়।
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর সেখানে তারা মারা যান।
বন্দকযুদ্ধের ঘটনায় বিজিবির তিন সদস্য সিপাহী মো. মতিউর রহমান, ইমরান হোসেন, নায়েক মো. রেজাউল আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।




Discussion about this post