নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিন যাবৎ দুই মেয়রসহ সিটি কর্পোরেশনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর রাতের ঘুম হারাম হয়ে গেছে। মশার কারণে সব ধরনের ছুটি বাতিল হয়েছে তাদের। ওয়ার্ড কমিশনারদের সহযোগিতায় প্রতিদিন বিভিন্ন পাড়া-মহল্লায় মশক নিধনে ওষুধ ছিটানো, জনসচেতনতায় আলোচনা সভা ও মাইকিংসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।
আর এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৫ জুলাই তাদের আদালতে হাজির হয়ে মশা নিধনে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
আজ (সোমবার) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এরআগে গত ১৪ জুলাই মশা নিধনে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ গ্রহণের জন্য ঢাকার দুই মেয়রকে নির্দেশ দিয়েছিলেন এই বেঞ্চ। ২২ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ আদালতকে জানাতেও বলা হয়েছিল। সে বিষয়ে শুনানির পর আজ দুই সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাকে তলব করা হলো।




Discussion about this post