নিজস্ব প্রতিবেদক: ঘুষ কেলেঙ্কারি মামলার আসামি দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে সোমবার (২২ জুলাই) রাতে গ্রেফতার করা হয়েছে। বাছিরকে রাতে রমনা থানায় রাখা হয়েছিলো। আজ মঙ্গলবার (২৩ জুলাই) আদালতে তোলা হবে।
তার আইনজীবী কামাল হোসেন জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে দারুসসালামের লালকুঠি এলাকার তার এক আত্মীয়ের বাসা থেকে বাছিরকে গ্রেফতার করেছে দুদক।
এর আগে বাছিরকে গ্রেফতারে দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর শাজাহানপুর ও আজিমপুরে তিন দফা অভিযান চালিয়েছিল।
৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় বাছিরসহ পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে গত ১৬ জুলাই মামলা দায়ের করা হয়। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও’র সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।




Discussion about this post