নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই মেয়েসহ মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার একটি ৬তলা বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহতরা হলেন ওই বাড়ির ভাড়াটিয়া সুমন মিয়ার স্ত্রী নাসরিন (২৮), তার ৬ বছরের মেয়ে নুসরাত এবং ২ বছরের মেয়ে খাদিজা।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আজিজুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, গতকাল বুধবার রাতের কোনো এক সময় তাদেরকে হত্যা করা হয়েছে। এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।




Discussion about this post