নিজস্ব প্রতিবেদক: অস্ত্র ও মাদক মামলায় আটক যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ (‘ক্যাসিনো খালেদ’)সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদার আদালত এই রিমান্ডের আদেশ দেন। এরআগে দুপুরে গুলশান থানায় অস্ত্র ও মাদক রাখা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়।
আদালতে তুলে অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান পরিদর্শক আমিনুল ইসলাম। পরে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এরপর তাকে আদালত থেকে তাকে সরাসরি ডিবিতে নেয়া হয়।
ডিবির (উত্তর) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহজাহান সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে করা তিনটি মামলা ডিবিতে স্থানান্তর হওয়ায় সেখানেই তার রিমান্ড ও জিজ্ঞাসাবাদ চলবে।
গত (বুধবার) সন্ধ্যায় গুলশান-২–এর নিজ বাসা থেকে খালেদ মাহমুদকে আটক করে র্যাব।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম বলেন, আটক খালেদকে র্যাব-৩ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, খালেদ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। আর মতিঝিলি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।




Discussion about this post