নিজস্ব প্রতিবেদক: ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপনকে আটক করেছে র্যাব। এ সময় এক কোটি পাঁচ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নারিন্দা থেকে তাদেরকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে গেণ্ডারিয়া থানা পুলিশ জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে গণমাধ্যমকে র্যাব-৩ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লা জানান, অভিযানের সময় নগদ ১ কোটি ৫ লাখ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার সঙ্গে এই দুই নেতা জড়িত রয়েছেন।




Discussion about this post