ডেস্ক রিপোর্ট
নুর মোহাম্মদকে আটকের সময় তাঁর দেহ তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র (এলজি) ও তিনটি গুলি উদ্ধার করা হয়। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে অস্ত্র–গুলিসহ একজন রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল সোমবার ভোরে উপজেলার চাকমারকূল-২১ নম্বর আশ্রয়শিবির থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল রাতে তাঁকে টেকনাফ থানা-পুলিশে সোপর্দ করে মামলা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম নুর মোহাম্মদ ওরফে বৈদ্য (৪৮)। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর আশ্রয়শিবিরের বি-৬ ব্লকের মৃত হাবিবুর রহমানের ছেলে। ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর গতকাল রাতে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এপিবিএনের দাবি, গ্রেপ্তার নুর মোহাম্মদ পুলিশের তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
এপিবিএন জানায়, গতকাল ভোররাত চারটার দিকে উপজেলার হোয়াইক্যং চাকমারকূল পুলিশ ফাঁড়ির একটি টহল দল রোহিঙ্গা শিবিরে টহল দিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চাকমারকূল বি-৬ ব্লকে অভিযান চালিয়ে নুর মোহাম্মদকে আটক করা হয়। পরে তাঁকে তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র (এলজি) ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
পরে রাতে অস্ত্রসহ আটক ব্যক্তিকে টেকনাফ থানা-পুলিশে সোপর্দ করে মামলা করা হয়। জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, আজ মঙ্গলবার দুপুরে নুর মোহাম্মদকে কক্সবাজার আদালতে পাঠানো হবে।
Discussion about this post