বিডিলনিউজ: ওয়ানডে, টেস্ট ও টি-টুয়েন্টি ক্রিকেটে নো বলের নতুন নিয়ম চালু করতে যাচ্ছে আইসিসি। নতুন এই আইনে বোলার বোলিং মার্ক থেকে বোলিং অ্যাকশনে দৌড়ানোর পর বল না করেই নন স্ট্রাইকার এর উইকেট ভাঙলে আম্পায়ার তা নো বলের ঘোষণা দিবেন। আগে যা ডেড বল বলে স্বীকৃত ছিল। ৩ মে ২০১৩ বুলাওয়েতে জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিতব্য প্রথম ওয়ানডেতে নো বলের নতুন এ আইন কার্যকরী হবে।
আইনের প্রেক্ষাপটঃ ২০১২ সালে হেডিংলি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টিভ ফিন বোলিং করতে গিয়ে মাঝ পথে থেমে বারবার নন স্ট্রাইকের উইকেট ভেঙ্গেছিলেন। এটি খেলার গতি থেমে দিয়েছিল, ব্যাটসম্যানদের মনোযোগেরও ব্যাঘাত ঘটেছিল। এজন্য আপত্তি জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ।এর প্রেক্ষিতে পুরো বিষয়টি বিবেচনা করে আইসিসি নো বলের নতুন নিয়ম কর।
Discussion about this post