বিডিলনিউজঃ আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরের হাজিগঞ্জে পুলিশের সাথে বিএনপি-জামায়াতের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ১৫ জন অহত হয়েছেন। এসময় পুলিশ ও এস এ পরিবহন এর গাড়ীসহ কমপক্ষে ৩০টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। আগুন দেয়া হয়েছে একটি ট্রাক ও ৩টি পিকআপে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫০ রাউন্ড গুলি ও ১৬ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
এছাড়াও শহরের বাবুর হাট, মতলব উত্তর, এণায়েতপুর এলাকায় কমপক্ষে ১০টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। শহরের বিভিন্ন স্থান থেকে পুলিশ বিএনপি জামায়াতের ২০ কর্মীকে আটক করেছে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাসা থেকে বের হতে না দেয়ার পর থেকেই বিকেলে বিভিন্ন স্থানে চোরাগুপ্তা হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
Discussion about this post