বিডিলনিউজ: সিঙ্গাপুরগামী শ্রমিকরা দেশে প্রতিষ্ঠিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে হর-হামেশা প্রতারিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সিঙ্গাপুরে শিপইয়ার্ড ও নির্মাণ কাজে নিয়োজিত প্রতারিত শ্রমিকরা জানান যে, সিঙ্গাপুর সরকার অদক্ষ শ্রমিক নিয়োগ দেয়ার চেয়ে দক্ষ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বেশি প্রধান্য দিয়ে থাকে এবং অদক্ষ শ্রমিকের চেয়ে দক্ষ শ্রমিকের সুযোগ-সুবিধা অনেক বেশি।
এই সুবাদে দেশের অনেক বেকার যুবক দক্ষতা অর্জন করে সিঙ্গাপুরে যেতে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যোগাযোগ কিংবা স্থানীয় দালালদের সাথে পরামর্শ করে ঢাকার মীরপুর, টঙ্গী, তুরাগ থানার বাটুলিয়া, কামারপাড়া, আশুলিয়া, জিরাবো, সাভার, নরসিংদীর পলাশ ও কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় গড়ে উঠা প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ভর্তি হয়ে থাকে।
বাহারি নামের এসব প্রশিক্ষণ কেন্দ্রের অনেকের লাইসেন্স নেই এবং প্রশিক্ষণ প্রদানের প্রয়োজনীয় সাজ-সরঞ্জমাদি ও দক্ষ প্রশিক্ষক কিংবা প্রশিক্ষণার্থীদের শিক্ষাকালীন থাকা-খাওয়ার সুব্যবস্থা নেই। এরপরও এসব প্রশিক্ষণ কেন্দ্রের মালিকগণ প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় বড় বড় সাইনবোর্ড ঝুলিয়ে বছরের পর বছর ধরে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, প্রশিক্ষণ কেন্দ্রে কেউ ভর্তি হতে এলে আগেই মূল পাসপোর্ট এবং মোটা অংকের টাকা অগ্রিম হিসেবে জমা দিতে হয়। যদি কোন কারণে নির্দিষ্ট সময়ে প্রশিক্ষণ নিতে কেউ ব্যর্থ হয়, তবে তার জমাকৃত টাকা আর ফেরত দেয়া হয় না। শুধু তাই নয়, আগেই তার সাথে যাবতীয় চুক্তি সম্পন্ন করা হয় বিভিন্ন কৌশলে।
Discussion about this post