বিডিলনিউজ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় হবে সেই নির্বাচন। তা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলার সুযোগ পাবে না বলেও দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মার সঙ্গে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন বর্তমানে সম্পূর্ণ স্বাধীন। সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করতে পারবে না। কারণ সরকার নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করবে না।
Discussion about this post