প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের পর কানাডায় পাড়ি জমানো পি কে হালদার (প্রশান্ত কুমার হালদার) দেশে ফিরিয়ে আনা ও গ্রেফতারের বিষয়ে সরকারের পদক্ষেপ কি তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী ১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্টদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাত করে কানাডায় চলে যান পি কে হালদার (প্রশান্ত কুমার হালদার)।
পিকে হালদারের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের করা এক আবেদনের মাধ্যমে তিনি দেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু তিনি দেশে ফেরেননি বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ আমলে নিয়ে হাইকোর্ট এই রুল জারি করেন।
Responses