পুনরায় মামলা দায়েরে বাধা প্রয়োগের দরখাস্ত!
আইনে নিষেধ থাকার কারণে পুনরায় মামলা দায়েরে বাধা আরজী নাকচ করার দরখাস্ত
মোকামঃ রাজশাহীর তৃতীয় যুগ্ন জেলা জজ আদালত
দেওয়ানী মোকদ্দমা নং ১১/২০২১
এম এস মিরাজ ………………… বাদী বনাম এ এম জলিল ………………বিবাদী
বিষয়ঃ- দেওয়ানী কার্যবিধি আইনের ১২ ধারার অধীন বিবাদী পক্ষের দরখাস্ত ।
বিনীত নিবেদন এই যে , ১।বাদী নালিশী সম্পত্তি সম্পর্কে তাহার নিজের স্বপক্ষে ঘোষণামূলক ডিক্রির নিমিত্ত অত্র মোকদ্দমাটি দায়ের করেন।
২।অত্র মোকদ্দমার বিষয়বস্তু তথা নালিশী সম্পত্তি একখন্ড জমি।
৩।অত্র মোকদ্দমাটি অদ্য ১০/০২/২০২১ ইং তারিখে জবাব দাখিলের জন্য দিন ধার্য্য রহিয়াছে।
৪।বাদী নালিশী সম্পত্তি সম্পর্কে তাহার নিজের সপক্ষে ঘোষণামূলক ডিক্রির নিমিত্ত ইতিপূর্বে মোকাম রাজশাহীর তৃতীয় যুগ্ন জেলা জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং ০৬/২০২০ দায়ের করেছিলেন।বিবাদী উপরোক্ত মোকদ্দমায় বিবাদী ছিলেন।
বিগত ১০/০৮/২০২০ ইং তারিখে উক্ত মোকদ্দমার শুনানির জন্য দিন ধার্য্য ছিল । বাদীর অনুপস্থিতির কারণে সেদিন উক্ত মোকদ্দমাটি তৎবিরের অভাবে খারিজ হয়।
দেওয়ানী কার্যবিধি আইনের ৯ আদেশের ৯ বিধির বিধান মতে বাদী উক্ত পরিস্থিতিতে নালিশী সম্পত্তি সম্পর্কে কোন নতুন মোকদ্দমা দায়ের করিতে পারে না, অথচ বাদী নালিশী সম্পত্তি সম্পর্কে পুনরায় মোকদ্দমা দায়ের করেছেন।
৫। উপরোক্ত কারণ ও অবস্থাধীনে ন্যায় বিচারের স্বার্থে অত্র মোকদ্দমার আরজি প্রত্যাখ্যান/নাকচ করা একান্ত আবশ্যক, অন্যথায় বিবাদীর অপূরণীয় ক্ষতির কারণ হইবে।
অতএব , প্রার্থনা, উপরোক্ত কারণ ও অবস্থাধীনে ন্যায় বিচারের স্বার্থে অত্র মোকদ্দমার আরজি প্রত্যাখ্যান/নাকচ করিয়া সুবিচার করিতে হুজুরের মর্জি হয়।
হলফনামা
আমি, এ এম জলিল , পিতা: মৃত: খলিল মিয়া, বয়স ৪৪ বছর,থানা: গুলশান, জেলা: ঢাকা, ধর্ম: ইসলাম, পেশা: ব্যাবসা, জাতীয়তা: বাংলাদেশী এতদ্বারা শপথ পূর্বক ঘোষণা করিতেছি যেঃ-
১। আমি অত্র মোকদ্দমার বিবাদী এবং অত্র মোকদ্দমার যাবতীয় ঘটনা ও তথ্যাদি সম্পর্কে উত্তম রুপে জ্ঞাত আছি।
২।অত্র হলফনামা এবং ইহার সহিত সংযোজিত দরখাস্তে উল্লেখিত যাবতীয় বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য জানিয়া উহাতে অদ্য ১০/০১/২০২১ ইং তারিখ বেলা ১১:০০ টার সময় অত্র আদালতের হলফনামা কমিশনার সাহেবের সম্মুখে হাজির হইয়া অত্র হলফনামা সহি সম্পাদন করিলাম।
হলফকারী
স্বাক্ষর, তাং
হলফকারী আমার পরিচিত। তিনি আমার সম্মখে অত্র হলফনামায় তাহার নিজ নাম সহি করিয়াছেন।আমি তাহাহে অদ্য ১০/০১/২০২১ ইং তারিখে বেলা ১১:০০ ঘটিকার সময় অত্র আদালতের হলফনামা কমিশনার সাহেবের সম্মুখে সনাক্ত করিলাম।
আইনজীবী
স্বাক্ষর, তাং

Responses