নিজস্ব প্রতিবেদক :-
রাষ্ট্রীয় খেতাব বাতিল বিশ্বের অন্যান্য দেশে নিয়মিত ঘটনা হলেও বাংলাদেশে এটাই প্রথম। জাতির জনক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৪ খুনীর খেতাব অবশেষে বাতিল হলো।উক্ত মামলায় রীট পিটিশনার ছিলেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস ও অ্যাডভোকেট আব্দুল কাইউম খান ।
জাতীয় মুক্তিযােদ্ধা কাউন্সিল আইন ২০০২ (২০০২ সনের ৮নং আইন) এর ৭ (ক) ধারা অনুযায়ী প্রকৃত বীর মুক্তিযােদ্ধার তালিকা, সরকার এতদ্বারা Rules of Business 1996 এর Schedule-1 (Allocation of Business) এর তালিকা ৪১ এর ৫নং ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় মুক্তিযােদ্ধা কাউন্সিলের ৭২তম সভার ১১,৩ নং আলােচ্যসূচীর সিদ্ধান্তের আলােকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য শহীদদের হত্যা মামলায় আত্মস্বীকৃত খুনী মৃত্যুদন্ডপ্রাপ্ত নিম্নোক্ত ০৪ (চার) জনের নামের পাশে উল্লিখিত যেতাব বাতিল করা হলো।
বাতিলকৃত খেতাব প্রাপপ্ত ব্যক্তিরা হলেন, (১) লেঃ কর্ণেল শরিফুল হক ডালিম বীর উত্তম গেজেট নং ২৫ , বাতিলকৃত খেতাব বীর উত্তম
(২) লেঃ কর্ণেল এস এইচ এম এইচ এম বি নুর চৌধুরী, বীর বিক্রম গেজেট নং ৯০ , বাতিলকৃত খেতাব বীর বিক্রম (৩) লেঃ এ এম রাশেদ চৌধুরী ,বীর প্রতীক গেজেট নং ২৬৭ , বাতিলকৃত খেতাব বীর প্রতীক (৪) নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান বীর প্রতীক গেজেট নং ৩২৯ , বাতিলকৃত খেতাব বীর প্রতীক ।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারী করা হয়েছে ।
Discussion about this post