এবার কলেজ পড়ুয়া দুই বোন বাসের ভিতর উত্যক্ত করার অপরাধে প্যান্টের বেল্ট খুলে পেটালেন বখাটে যুবককে। প্রতিবেশি দেশ ভারতের হরিয়ানা রাজ্যের রোহটাক শহরের একটি চলন্ত বাসে এই ঘটনা ঘটেছে।বিপরীতধর্মী এমন ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ হওয়ার পর পরই তোলপাড় শুরু হয়ে যায় সংবাদমাধ্যম গুলোতে।
ঘটনার দিন বাসে করে কলেজে যাচ্ছিলেন ওই দুই বোন। পথে তিন যুবক তাদের নানাভাবে হয়রানি করতে শুরু করেন। দুই তরুণী এতে প্রতিবাদ করলে উত্যক্তকারীদের একজন তাদের গায়ে হাত দেয়। তখন তারাও নিজেদের আত্মরক্ষার চেষ্টা করে। ফলে দু পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
এ সময় এক বোনকে তার কোমরের বেল্ট খুলে যুবকদের প্রহার করতে দেখা যায়। যদিও গোটা বাসের যাত্রীদের নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা গেছে। এক যাত্রী গোটা ঘটনা তার মোবাইলে রেকর্ড করেন। পরে সেই ভিডিও টেলিভিশন ও সোস্যাল মিডিয়ায় প্রচারিত হলে গোটা দেশ জুড়ে হৈচৈ পড়ে যায়।
ইন্টারনেটে বিভিন্ন সামাজিক মাধ্যমে দুই বোনের সাহসিকতার প্রশংসা করা হচ্ছে। এই মারপিটের সময় কেন অন্যান্য যাত্রীরা চুপচাপ বসে দেখেছে, তা নিয়েও সমালোচনার ঝড় উঠছে সোশ্যাল মিডিয়াগুলোতে।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
http://youtu.be/2FIxcLaY0hY
Discussion about this post