ডেস্ক রিপোর্ট
আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি বিচারকের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় নীলফামারী বারের সভাপতিসহ তিন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। অভিযোগের ব্যাখ্যা দিতে তাদেরকে আগামী ৮ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে হবে।
এই তিন আইনজীবী হলেন—জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজুল হক এবং অপর দুজন হলেন—মো. আজহারুল ইসলাম ও আইনজীবী ফেরদৌস আলম।
বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক (জেলা ও দায়রা জজ) গোলাম সারোয়ারের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এই নির্দেশ দেওয়া হয়।
আদালতে হাজির হয়ে ব্যাখ্যার পাশাপাশি আদালত অবমাননার দায়ে ওই তিন আইনজীবীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি হয়েছে।
Discussion about this post