আইনজীবী অন্তর্ভূক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরও এক বিচারপতির ছেলে মো. জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে হাইকোর্টে আইনজীবী হিসেবে প্রাকটিস করতে মো. জুম্মান সিদ্দিকীর আর কোন বাধা রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা।
এছাড়াও এ মামলার দুই রিটকারী আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে তাদের প্রত্যেককে ১০০টাকা করে জরিমানার নির্দেশ দিয়েচেন আদালত।
আদালত তার রায়ে বলেন, এই ধরণের রিট দায়ের করার জন্য রিটকারীদের ওপর যথেষ্ট পরিমাণে জরিমানার আদেশ হওয়া উচিৎ। কিন্তু তাদের (দুই রিটকারী) বয়স ও প্রাকটিসের টোকেন (জরিমানা) স্বরুপ ১০০ টাকা করে জরিমানা করা হলো।
Discussion about this post