ডেস্ক রিপোর্ট
বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ ও তৎকালীন সরকার জড়িত বলে অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ ও তৎকালীন সরকার জড়িত। তাদের প্রত্যক্ষ সহযোগিতা, চক্রান্ত ও পরিকল্পনার মধ্য দিয়ে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
২০০৯ সালে পিলখানায় শহীদ ব্যক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। আজ রোববার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সভার আয়োজন করে বিএনপি। গতকাল শনিবারও আলোচনা সভা করেছে দলটি।
বাংলাদেশকে একটা দুর্বল, নতজানু রাষ্ট্রে পরিণত করা এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘কী কারণে বিদ্রোহ চলার সময় বিদ্রোহী নেতাদের সঙ্গে আপনারা কথা বলছেন? তাঁদের সঙ্গে আপনারা তখন সমঝোতা করছিলেন। কিসের সমঝোতা?’
ফখরুল আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি বলেছেন, ‘নির্বাচন—কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, যতক্ষণ পর্যন্ত না একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে। নির্বাচন হতে দেওয়া হবে না।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে যেতে চাই, সে কারণে আমরা সমস্ত গণতান্ত্রিক পন্থায় এগোচ্ছি। আজকে সেখানে বাধা দিয়ে তাঁরা মনে করছেন যে খুব ভালো কাজ করছেন। শিগগিরই জনগণ তার প্রতিরোধ করবে।’
Discussion about this post