ডেস্ক রিপোর্ট
সুপ্রিম কোর্টের আইনজীবী ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট এসএম বকস কল্লোল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বুধবার দিবাগত রাত ৩টায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তিনি মারা যান।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব তার মৃত্যর বিষয়টি নিশ্চিত করে বলেন, এসএম বকস কল্লোল বুধবার তার কলাবাগানের বাসায় হার্ট অ্যাটাক করেন। পরে তাকে পাশেই সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৩টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমাদের সময় পত্রিকা অফিস, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
অ্যাডভোকেট এসএম বকস কল্লোলের স্ত্রী, এক পুত্র, এক ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিডি ’ল’ নিউজের পক্ষ থেকে তার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করছি।
Discussion about this post