স্ত্রীকে ফেরৎ আনার জন্য লিগ্যাল নোটিশের নমুনা
সূত্রঃ তারিখ: ২৫/১১/১৯ ইং
লিগ্যাল নোটিশ
এডিসহ/রেজিঃ
প্রতি : ময়না খাতুন
পিতা- আব্দুল হামিদ মিয়া
সাং- চর তেওতা
পো: – তেওতা
থানা ও জেলা- মানিকগঞ্জ ——–নোটিশ গ্রহীতা
প্রেরক : মিজান রহমান
পিতা- মতিয়ার হোসেন
সাং- চর তেওতা
পো : – তেওতা
থানা ও জেলা – মানিক গঞ্জ
পক্ষে : এডভোকেট——–নোটিশ দাতা
আমার মোয়াক্কেলের নিকট হইতে ক্ষমতা প্রাপ্ত হইয়া আপনি নোটিশ গ্রহীতাকে এই মর্মে লিগ্যাল নোটিশ প্রদান করিতেছি যে,
১। আপনি নোটিশ গ্রহীতা আমার মোয়াক্কেলের বিবাহিতা স্ত্রী হন বটে। বিগত প্রায় ২ বৎসর পূর্বে আপনি আমার মোয়াক্কেলের সহিত ইসলামী শরিয়ত মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিগত ———— ইং তারিখ আমার মোয়াক্কেলের অনুপস্থিতির সুযোগে আমার মোয়াক্কেলের ঘরে রক্ষিত আলমারী হইতে ৬৫,০০০/- টাকা, গলায় পরিহিত দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ও আট আনা ওজনের কানের রিং, যাহার আনুমানিক মূল্য ১,২০,০০০/- টাকা হইবে নিয়া আপনার পিতার সাথে আপনার পিত্রলয়ে চলিয়া যান।
২। আপনার এহেন চলিয়া যাওয়ার একমাত্র কারণ হইল আপনার পিতা আমার মোয়াক্কেল কে বিদেশে পাঠাইবে বলিয়া ২,৫০,০০০/- টাকা নিয়াছে। কিন্তু আপনার পিতা আমার মোয়াক্কেলকে বিদেশ পাঠায় নাই এবং তাহার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও ফেরৎ দেয় নাই এহেন টাকা ফেরৎ দিবার জন্য আমার মোয়াক্কেল আপনার পিতাকে বার বার তাগাদা দিলে আপনি এবং আপনার পিতা নাখোশ হইয়া আপনি আপনার পিতার কুপরামর্শে আমার মোয়াক্কেলের বাড়ি হইতে নিজ রূপে চলিয়া গিয়েছেন।
৩। আপনি আমার মোয়াক্কেলের বিবাহিত স্ত্রী হিসাবে তাহার সহিত দাম্পত্য জীবন অতিবাহিত করিতে একান্তভাবে বাধ্য। আপনাকে আনিবার জন্য আমার মোয়াক্কেল আপনার পিত্রালয়ে বার বার যাইয়া ব্যর্থ মনোরথ হইয়াছেন। আপনি ও আপনার পিতা আমার মোয়াক্কেলের নিকট এত কিছু শোষণমূলক কার্য করিবার পর চুরিজনিত কাজ করিবার পরও আবার যৌতুক দাবী করিতেছেন। আপনাকে আনিবার জন্য আমার মোয়াক্কেল আপনাকে বা আপনার পিতাকে যৌতুক দিতে আইনত বাধ্য নহেন। আপনি নিঃশর্তভাবে আমার মোয়াক্কেলের সহিত দাম্পত্য জীবন প্রতিপালনে বাধ্য।
৪। আপনার অভাবে আমার মোয়াক্কেলের শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির কারণ ঘটিয়াছে। যাহা অর্থের দ্বারা পূরণ করা সম্ভবপর নহে।
৫। উপরোক্ত অবস্থার প্রেক্ষাপটে আপনি অত্র লিগ্যাল নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের ভিতর আপনা কর্তৃক নিত টাকা-পয়সা ও স্বর্ণালংকার সহ আমার মোয়াক্কেলের আলয়ে আসিয়া শান্তিপূর্ণভাবে তাহার সহিত দাম্পত্য জীবন অতিবাহিত করিবেন। অন্যথায় আমার মোয়াক্কেল আপনার ও আপনার পিতার বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী উভয় বিধ আইনের আওতায় ব্যবস্থা গ্রহণে বাধ্য হইবেন।
ভবিষ্যত ব্যবহারের নিমিত্তে অত্র লিগ্যাল নোটিশের ১ কপি আমার সেরেস্তায় রক্ষিত হইল।
ধন্যবাদান্তে
——————–
Discussion about this post