বিডি ল নিউজঃ

হাঁটু গেড়ে বসে ফের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে প্রেম নিবেদন করলেন বলিউডের বর্তমান হার্টথ্রব, রণবীর কাপূর। তবে ‘রিয়েল লাইফ’ নয়, পুরো ঘটনাটাই ঘটেছে ‘রিল লাইফে’, ‘তমাশা’ ছবির শ্যুটিং ফ্লোরে। ওই ছবিতে একটি দৃশ্য আছে, যেখানে হাঁটু গেড়ে বসে রণবীরকে দেখা যাবে তাঁর প্রাক্তন প্রেমিকাকে প্রেম নিবেদন করতে।

হ্যাঁ ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির’ পর, ফের একবার পর্দায় একসঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নেবেন রণবীর – দীপিকা এই ছবিতে। আর দর্শকও ফের একবার এই জুটির ম্যাজিক পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য।

ছবির এই দৃশ্যগুলো রণবীরের ভক্তরা প্রকাশ করে দিয়েছে। আর এই ছবি দেখার পর নিশ্চয়ই রণবীর-দীপিকার ভক্তকূল অধীর আগ্রহে ছবিটি দেখার অপেক্ষা করছে।’এবিপি আনন্দ
Discussion about this post