লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে যুবতী শাহীন আক্তার অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মত্যুর ঘটনায় কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৪/১/৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে, এবং এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত ১০ টার দিকে কমলনগর থানায় এ মামলা দায়ের করা হয়।
নিহতের দাবি করা স্বামী সালাউদ্দিনকে প্রধান আসামি করে ৫ জনকে এজাহার নামীয় ও ৮ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন শাহীন আক্তারের বাবা জাফর উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সালা উদ্দিনের ভাই আবদুর রহমান, আলা উদ্দিন, ইউপি সদস্য মোঃ হাফিজ, গ্রাম পুলিশ আবু তাহের।
সোমবার রাতে নিহত শাহীন আক্তারের বাবা, মামা কামাল উদ্দিন এবং ফুফু নুরবানু পুলিশ সহযোগিতায় অগ্নিদগ্ধ হওয়ার স্থান পরিদর্শন শেষে মামলা দায়ের করেন।
উপজেলা থানা (ওসি) তদন্ত মোঃ আলমগীর হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন আইনের ৪/১/৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় চার জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতার অব্যাহত থাকবে।
Discussion about this post