এস এইচ সৈকত, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টঃ মৌলভীবাজারে সিএনজি চালিত অটোরিকশার চাপায় সতন বৈদ্য (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের কুসুমবাগ এলাকায় মৌলভীবাজার-সিলেট রোডে এ দুর্ঘটনা ঘটে। সতন বৈদ্য সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আটগাঁও গ্রামের মৃত মাখন লাল বৈদ্যর ছেলে। তিনি শহরের সিলেট রোড কুসুমবাগ এলাকার ‘বি কে ব্যাটারি’র মালিক। স্থানীয়রা জানায়, দুপুরে সতন বৈদ্য তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে পান খাচ্ছিলেন। আকস্মিক একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান সুজিত চন্দ্র দাস বিষয়টি বিডি ল নিউজকে নিশ্চিত করেছেন।
Discussion about this post