রাজধানীর রমনা থানাধীন নাইটিংঙ্গেল মোড়ে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
নিহতের নাম আজিবুর নেসা (৪৬)। তিনি অটোরিকশার যাত্রী।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) শরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার (৩০ আগস্ট) সকাল সোয়া ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা সবাই অটোরিকশার যাত্রী।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




Discussion about this post