বিডি ল নিউজঃ ফাদার অ্যালেক্সিস প্রেম কুমারের মুক্তির পর, ইরাকে আটক আরও সাতাশ জন চুক্তিবদ্ধ বন্দি শ্রমিকও অবশেষে সোমবার সকালে দিল্লি পৌঁছলো। গতবছর জুনে বৈধ কাজের ভিসা নিয়ে যাওয়া সত্ত্বেও, তাদের বন্দি শ্রমিক হিসেবে আটকে রেখেছিল বাসরাতে তাদের নিয়োগকর্তারা। দেশে ফিরে এসে, সেই সমস্ত বন্দি শ্রমিকেরা তাদের বন্দিদশার কথা জানিয়েছে। বন্দি শ্রমিকদের মধ্যে বেশিরভাগই হরিয়ানার কার্নাল ও পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা। তাদের দুর্দশার কথা জানাতে গিয়ে বলে, তাদের বহুদিন কোনও খাবার দেওয়া হত না। আর যদি কখনও কাজে না যেত, তাহলে তাদের নগ্ন হয়ে থাকতে বাধ্য করা হত। এই সমস্ত বন্দি শ্রমিকেরা একমাত্র সেইসব দিনই ডরমেটরিতে থাকতে পারত, যেদিন তারা কাজ করত।
এই সমস্ত শ্রমিকেরা মূলত, বাসরা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম বানাতে ইরাকে গিয়েছিল। ১৬৭জন শ্রমিক বাসরা গিয়েছিল, এবং এখনও পর্যন্ত ১৪০জন দেশে ফিরে এসেছে। কাজ করার পর ছমাস কেটে গেলেও, তারা কোনও বেতন পায়নি। ছমাসের শেষে মাত্র সাড়ে চারশো মার্কিন ডলার হাতে পায় তারা, যা বাস্তবে তাদের একমাসের বেতন, জানিয়েছে এক শ্রমিক। বাসরার ভারতীয় কন্সুলেটে যোগাযোগ করা হয়েছে, এবং ওই সমস্ত নিয়োগকর্তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। শ্রমিকদের দাবি, ভারতের বিদেশমন্ত্রক তাদের মুক্তির জন্য সবধরণের চেষ্টাই করেছে।
সূত্রঃ এবিপি আনন্দ




Discussion about this post