বিডি ল নিউজঃ আগামীকাল ৫ জানুয়ারিকে কেন্দ্র করে রাজনীতি আবারো গরম হয়ে উঠেছে। তবে, রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কোন দলই রাজনৈতিক সভা-সমাবেশ করতে পারবে না রাজধানীতে। ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ডিএমপি অ্যাক্ট অনুসারে রবিবার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, ৫ জানুয়ারিতে একইদিনে দেশের বড় দুটি রাজনৈতিক দল সমাবেশ করার ঘোষণা দেওয়ায় সহিংসতার আশঙ্কা করে এ সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। কেউ এ নির্দেশ অমান্য করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন দেখার বিষয়, বিএনপি আগামীকাল তাদের সমাবেশ করে কিনা, করলে কীভাবে?
Discussion about this post