বিডি ল নিউজঃ
খেলার ২১ মিনিটে অ্যাথলেটিক বিলবাওয়ের কিংবদন্তি খেলোয়াড় তেলমো জারার ২৫১ গোলের রেকর্ড ছুঁলেন। ৭২ মিনিটে টপকালেন লা লিগায় সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে। তিনি এখন স্প্যানিশ লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের মালিক। ৬০ বছর ধরে অক্ষত থাকা রেকর্ডটি ভাঙলেন তিনি। স্বপ্ন আর আশাকে এক বিন্দুতে মিলিয়ে আজ রোববার ইতিহাস গড়লেন ফুটবলের খুদে জাদুকর মেসি।রেকর্ডের পর মেসিকে নিয়ে সতির্থদের উদযাপন। ছবি: এএফপি
বার্সেলোনা-সেভিয়া ম্যাচের ৭২ মিনিটে দ্বিতীয় গোল করার পর মেসিকে নিয়ে আনন্দে ভাসলেন সতীর্থরা। শূন্যে ভাসালেন মেসিকেও। দুই গোল করে ক্ষান্ত হননি তিনি। নিজের ক্যারিয়ারে আরেকটি হ্যাটট্রিক যোগ করলেন। দল জেতালেন ৫-১ গোলে।
সব মিলিয়ে সেভিয়ার বিপক্ষে আজ দারুণ খেলেছেন মেসি-নেইমারেরা। গ্যালারির দর্শকদের যেমন আনন্দে ভাসালেন, আনন্দে ভাসলেন নিজেরাও। একই সঙ্গে মেসি-ভক্ত যাঁরা টেলিভিশনে খেলাটি উপভোগ করলেন, তাঁরাও ভাসলেন আনন্দে, সাক্ষী হলেন নতুন এক ইতিহাসের। যে ইতিহাস ৬০ বছরের। আর সমালোচকদের আবারও দেখিয়ে দিলেন, তিনিই মেসি!
Discussion about this post