রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে অপহরণের একদিন পর লালমনিরহাট থেকে পুরোহিত উত্তম কুমার মহন্তকে (৫৫) উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুন) মোঘলহাট গ্রামের আনোয়ারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
উত্তম কুমার উপজেলার ওসমানপুর গ্রামের মৃত নরেন্দ্রনাথ মহন্তের ছেলে।
ভুক্তভোগী জানান, শুক্রবার সকালে কিছু লোক বিয়ে পড়ানোর কথা বলে প্রথমে গাইবান্ধা নিয়ে যায়। সেখান থেকে লালমনিরহাটের অদিতমারী উপজেলার মোঘলহাট গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে নিয়ে আটকে রাখে এবং আমার মোবাইল ফোন ব্যবহার করে আমার ছেলে আকাশ মহন্তের কাছে দেড় লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।
এ প্রসঙ্গে রংপুর পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক বলেন, আকাশ মহন্ত বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছিলেন। শনিবার এএসপি আবদুল্লাহ আল ফারুকের নেত্বত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উত্তম কুমারকে উদ্ধার করেছে।
এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকায় ওই বাড়ির মালিক আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
Discussion about this post