অবকাশকালীন সময়ে হাইকোর্টে ভার্চুয়াল বেঞ্চ গঠন

ঈদুল আজহা, সরকারি ছুটি ও সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে বিচারকার্য পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগের ভার্চুয়াল বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশব্যাপী করোনাভাইরাসের (কাভিড-১৯) সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আগামী ২৬ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অবকাশকালীন সময় ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ (২০২০ সনের ১১ নং আইন) এবং অত্র কোর্ট কর্তৃক জারি প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে, শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি বেঞ্চ পঠন করেছেন।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে বিচারকার্য পরিচালনা করবেন- বিচারপতি তারিক উল হাকিম, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি মো. রইস উদ্দিন, বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বিচারপতি ফরিদ আহমেদ, বিচারপতি সহিদুল করিম এবং বিচারপতি এস এম কুদ্দুস জামান।

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.