জাহিদের আইনজীবী ব্যরিস্টার কামরুল ইসলাম হৃদয় তার ব্যক্তিগত ফেসবুক আইডির স্ট্যাটাস থেকে দেশবাসীকে অবগত করেণ যে,’দেশের সবাইকে জানানো যাচ্ছে যে, ভার্চুয়াল কোর্টের জটিলতার কারনে বেশ অনেকদিন শিক্ষানবিশ আইনজীবী জাহিদের জামিন শুনানীর লিংক পাওয়া সম্ভব হয়নি। সবশেষ গতকাল সন্ধ্যায় কক্সবাজার ম্যাজিষ্ট্রেট আদালত থেকে আমাদেরকে লিংক পাঠানো হয়। আজ ইনশাআল্লাহ জাহিদের জামিন আবেদনের শুনানী করা হবে। সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
উল্লিখিত, জাহিদের বিরুদ্ধে বিগত (১৮-৫-২০২০) ইং তারিখে কক্সবাজার সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪,২৫ এবং ২৭ ধারায় মামলা করা হয়।মামলা নং ৩৯/২০২০।
জাহিদুল ইসলাম হৃদয় কুতুবদিয়া দ্বীপের উত্তর লেমশীখালী গ্রামের মাদরাসা শিক্ষক মওলানা মঈনুল হক কুতুবীর পুত্র।
Discussion about this post