এস এইচ সৈকত, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টঃ মৌলভীবাজার শহরের আদালত এলাকায় প্রকাশ্যে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের ওষুধ বিক্রির অভিযোগে দুইজনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মো. সাইফুল ইসলাম (৫০) ও রাজনগর উপজেলার মনসুরনগর এলাকার মো. শাহেদ মিয়া (৪৮)। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.ফারুক আহমদ বিডি ল নিউজকে জানান, প্রকাশ্যে আদালত এলাকায় বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে ওষুধ আইন ১৯৪০ এর ২৭ ধারা মোতাবেক সাইফুল ইসলামকে দেড় বছর ও শাহেদ মিয়াকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তিনি আরো জানান, তারা দীর্ঘদিন ধরে আদালত এলাকায় অবৈধ ওষুধ বিক্রি করে আসছিলেন।




Discussion about this post