নিজস্ব প্রতিবেদক: সাবেক কাস্টমস কমিশনার ও কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে ৬৯ লাখ ৫০ হাজার টাকার অবৈধ সম্পদের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। নুরুল ইসলাম বর্তমানে পিআরএল ভোগ করছেন।
দুদক সূত্রে জানা যায়, ২০১১ সালের ৭ জুলাই দুদক তাকে সম্পদ বিবরণী দিতে নোটিশ করে। পরে তিনি ২৯ আগস্ট তার সম্পদ বিবরণী দুদকের সচিবের কাছে দাখিল করেন। তাতে তিনি মোট ৮ লাখ ৬৪ হাজার ২০০ টাকার টাকার স্থাবর সম্পদ ও ২০ লাখ ৯৪ হাজার টাকার অস্থাবর সম্পদের তথ্য দেন। ১ লাখ ২৫ হাজার ১৬৭ টাকা দায়দেনা আছে বলে উল্লেখ করেন।
পরে দুদক তার সম্পদ বিবরণী যাছাই করে দেখতে পায় তিনি অবৈধভাবে উপার্জিত ৬৯ লাখ ৫০ হাজার টাকার সম্পদ দাখিল করা বিবরণীতে গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন- যা তার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ হিসেবে অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post