বিডি ল নিউজঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক মো: আকরামুল আজ এক বিবৃতিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতা-কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, দেশজুড়ে চলছে এক ভয়াবহ দুর্দিন। এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের উপর অব্যাহত ভাবে দমন-পীড়ন চালাচ্ছে ফ্যাসিষ্ট অবৈধ সরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ছাত্রদল নেতা-কর্মীদেরকে নির্বিচারে গ্রেফতার করছে।
নেতৃদ্বয় বলেন, এভাবে গণহারে গ্রেফতার আর মামলা-হামলা করে ছাত্রদলকে নিষ্কিয় করা যাবে না। ছাত্রদল অতীতের মতই অন্যায়, অবিচার আর গণতন্ত্র পুনরুদ্ধারে বলিষ্ট ভূমিকা রেখে যাবে।
নেতৃদ্বয় অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্রদল নেতাদের মুক্তি দাবি করেন এবং একই সাথে ছাত্রদল নেতাদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় এসব মামলা-হামলার জন্য এই অবৈধ সরকারকে খুব দ্রুত সমোচিত জবাব দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
উল্লেখ্য, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও এমসি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি আহম্মেদ চৌধুরী ফয়েজ, সিলেট মহানগরের ছাত্রনেতা মুস্তাকুর রহমান রুম্মন, সিলেট মহানগরের ১১ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সোহেলসহ জেলা ও মহানগরের শতাধিক নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post