বিজ্ঞান মনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তিন বছর পূর্ণ হলো ২৬ ফেব্রুয়ারি (সোমবার)। এর মধ্যে ১০ জন আসামিকে গ্রেফতার করলেও মামলার তদন্ত শেষ করতে পারেননি সংশ্লিষ্টরা। এর ফলে দীর্ঘ এই সময়ে বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন নিহতের পরিবার।মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বলছে, মামলার তদন্তভার পাওয়ার তিন মাসের মধ্যে সিটিটিসি’র হাতে গ্রেফতার তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে গ্রেফতার বাকি ৭ জনের এখনো কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনজনের স্বীকারোক্তি এবং তদন্তে আরো ৫ জনের নাম পাওয়া গেছে, যাদের মধ্যে দু-একজনকে গ্রেফতার করা গেলে তদন্তকাজ শেষ হবে।
অভিজিৎ রায়ের বাবা শিক্ষাবিদ ড. অজয় রায় বলেন, আমার ছেলে খুন হওয়ার পর তিনটি বছর কেটে গেলো। এখনো তদন্তকাজই শেষ হলো না। হতাশা ব্যক্ত করা ছাড়া আর কি বলার আছে আমার?
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তারা শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন। তারা বলছে, খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের গ্রেফতারের পরই চার্জশিট দেওয়া হবে। তারা বার বার একই কথা রিপিট করছেন যে, ‘শিগগিরই চার্জশিট দেওয়া হবে’। আমি এখন বিরক্ত হয়ে তাদের কাছে যাওয়াই বন্ধ করে দিয়েছি।
সব খুনিদের গ্রেফতারের পর মামলার চার্জশিট দিতে হবে এটা কেমন কথা? তাদের অনুপস্থিতিতেও চার্জশিট দেওয়া যেতে পারে। এতে অন্তত বিচার কাজটা শুরু হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক।
‘তদন্ত কাজ শেষে যতদ্রুত সম্ভব অপরাধীদের আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের ব্যবস্থা করলেই আমি সন্তুষ্ট হবো। শুধু অভিজিতের বাবা হিসেবে নয়, একজন বিচারপ্রার্থী হিসেবে আমার এই একটাই চাওয়া’ যোগ করেন তিনি।
বাংলানিউজ
Discussion about this post