ব্রাজিলের কংগ্রেসে গুরুত্বপূর্ণ ভোটের আগে প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া ঠেকাতে নেওয়া সর্বশেষ পদক্ষেপ দেশটির সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারকগণ শুক্রবার নাকচ করে দিয়েছেন।
শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিশংসন প্রক্রিয়ার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে একটি আবেদন প্রত্যাখ্যান করেছেন বিচারকরা।
সরকারি উকিল বলেছেন, এটা রুসেফের আত্মপক্ষ সমর্থনের সুযোগ অস্বীকার করার নামান্তর।
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় বৃহস্পতিবার রাতে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত সুপ্রিম কোর্টের জরুরি অধিবেশন চলে।
সুপ্রিম কোর্টের রায়ের ফলে কংগ্রেসের নিম্নকক্ষে রোববারের ভোটের ক্ষেত্রে আর কোনো বাঁধা রইলো না ।
নিম্নকক্ষের এ ভোটের ব্যাপারে ব্রাজিলের প্রধান সংবাদপত্রগুলোর সর্বশেষ জরিপে দেখা যায়, অভিশংসনপন্থী শিবির প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে।
– See more at: http://bangla.samakal.net/2016/04/15/206151#sthash.D33RwOdL.dpuf





Discussion about this post