বিডি ল নিউজঃ গেল দুইদিন ধরে মিডিয়াতে এই নিউজটি খুব আলোড়ন সৃষ্টি করে আসছে। বলা হচ্ছে, খালেদা জিয়ার সঙ্গে অমিত শাহের টেলিফোনে কথা হয়েছে। এরপর পরই এটাকে গুজব আর সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ফোনালাপের বিষয়ে জানতে চাইলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট অমিত শাহ দিল্লীতে সাংবাদিকদের জানান, দিস ইজ এ্যা ফেক নিউজ। আর তাকে (খালেদা জিয়াকে) ফোন করা হয়নি। এ ছাড়া বিজেপির কোনো নেতার সাথে বিএনপির কোনো নেতার টেলিফোনে কথা হয়নি বলে নিশ্চিত করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি রাহুল সিনহা।
তিনি বলেন, আমি বা আমরা অন্য দেশের বিষয়ে ইন্টারেস্টেড নই। মাথাও ঘামাই না। আর কেনই বা কথা হবে। এদিকে কলকাতার সাংবাদিকরা বলছেন, বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ খালেদা জিয়াকে ফোন করলে তার প্রভাব পড়ত পশ্চিমবঙ্গে। এটা বিজেপি তথা অমিত শাহ খুব ভালভাবেই জানেন। এখন কেউ যদি তাকে ফোন করে তাহলে বিষয়টি আলাদা।
ভারতের কূটনৈতিক সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজে এ বিষয়ের (ফোনের) সত্যতা অমিত শাহর কাছে জানতে চেয়েছিলেন। অমিত জানিয়েছেন, তিনি তো ফোন করেনইনি, বরং বিএনপির তরফে দু’বার তার দফতরে ফোন করা হয়েছিল।
Discussion about this post