শিক্ষকদের উদ্দেশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেওয়া বক্তব্যকে ‘অনভিপ্রেত ও অসংলগ্ন’ আখ্যায়িত করে এ বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘণ্টা সময় দেওয়ার পর এবার মন্ত্রীর স্বেচ্ছা পদত্যাগ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তারা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামাল স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়, অর্থমন্ত্রী শিক্ষকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এবং অঙ্গভঙ্গিতে তার মন্ত্রী হিসেবে নেওয়া শপথ ভঙ্গ করেছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি মন্ত্রী হিসেবে থাকার সব নৈতিক ও সাংবিধানিক অধিকার হারিয়েছেন। তাই শিক্ষকরা তাকে অবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বুধবার ফেডারেশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জ্ঞানের অভাব ও পদোন্নতির কোনো নীতিমালা নেই’ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এ অবিবেচনাপ্রসূত ও অসংলগ্ন বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।
অর্থমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির দায়-দায়িত্ব তাকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে।
Discussion about this post