লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে নকল সিনেমা ও অশ্লীল ভিডিও কপিরাইট করে কেনা বেচার অভিযোগে ২৫ টেলিকম ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। এ সময় ১৮টি কম্পিউটার ও ৭টি ল্যাপটপ জব্দ করা হয়। আটকরা হলেন- জাহিদ হোসেন, ইসমাইল হোসেন সোহাগ, মো. জহির আলম ভূইয়া বেলাল, ইব্রাহিম মাহিম ও রথিন সুরসহ ২৫ জন ব্যবসায়ী। তাদেরকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে র্যাব-১১ সংবাদ সম্মেলন করে।
র্যাব জানায়, এর আগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর পৌর সুপার মার্কেট, আধুনিক পৌর বিপণী বিতান ও মজু ও মজু চৌধুরীর হাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা গণমাধ্যমকে জানান, টেলিকম ও মোবাইল মেরামত ব্যবসার আড়ালে অশ্লীল ভিডিও ডাউনলোড করে পেনড্রাইভ ও কার্ড রিডারের মাধ্যমে বাণিজ্য করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ ও কপিরাইট আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post