এম,মিসবাহ উদ্দিন; বিয়ানিবাজার: পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষ রয়েছেন যারাকর্মগুণে বেঁচে থাকেন। মেধা ও মননেরস্বাক্ষর রেখে ক্ষণজন্মা এসব মানুষ হয়ে ওঠেনএকেকটি প্রতিষ্ঠান। তাদেরই একজন আকাদ্দসসিরাজুল ইসলাম। রাজনীতিবিদ ও সুধীজনরা বলেন,জাতি এখন একটি কঠিন পথ অতিক্রম করছে। এইসময়ে স্বাধীনতার পরাজিত শত্রুরা প্রতিশোধনিতে মরিয়া, তারা দেশকে বিপথে পরিচালিত করারচক্রান্ত করছে। এসব চক্রান্ত প্রতিহত করতে,আগামীর বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনাসমুন্নত রাখতে আকাদ্দস সিরাজুল ইসলামেরআদর্শকে লালন করতে হবে। বক্তরা নতুনপ্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মযজ্ঞ তুলেধরার আহবান জানিয়ে বলেন, নাড়া দিলে সাড়ামিলবে। নতুনদের সামনে এ মনিষীরজীবনচারণ ও সাহিত্য-সাধনা তুলে ধরা আমাদেরদায়িত্ব। আমরা নাড়া দিলে এ প্রজন্ম অবশ্যই সাড়াদেবে।কথা সাহিত্যিক, মুক্তিযোদ্ধা-সাংবাদিক ও রাজনীতিবিদআকাদ্দস সিরাজুল ইসলামের ১৫ তম মৃত্যু বার্ষিকীউপলক্ষে ‘আকাদ্দস সিরাজুল ইসলাম স্মৃতি পরিষদআয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।স্মৃতি পরিষদের সভাপতি শিক্ষাবিদ আলী আহমদেরসভাপতিত্বে এবং সাংবাদিক শরিফুল হক মন্জু ওআহমেদ ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবেবক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যানআতাউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেনবিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশচন্দ্র নাথ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর হাসিব মনিয়া, বিয়ানীবাজারসরকারি কলেজের সহযোগী অধ্যাপক তারিকুলইসলাম, কবি ফজলুল হক, শিক্ষক মজির উদ্দিন আনছার,বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান,লোকন লিটলম্যাগ সম্পাদক কবি ওয়ালি মাহমুদ, শেখওয়াহিদ একাডেমীর অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়নুলইসলাম, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ ও সাংগঠনিকআহমদ হোসেন বাবুল, বিয়ানীবাজার সরকারিকলেজের সাবেক ছাত্র নেতা সাইফুদ্দিন তাপাদারশফিক, সাবেক ভিপি হোসেন আহমদ,শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল,সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির সহকারিপ্রক্টর মোহাম্মদ আব্বাছ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আহমদ হোসেন বাবুল ,আজিজুসসামাদ শামীম, উপজেলা আওয়ামী যুবলীগেরআহবায়ক আবদুল কুদ্দুছ টিটু,পিএইচজি উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন,উপজেলা বিএনপিসভাপতি নজমুল হোসেন পুতুল ও আকাদ্দস সিরাজুলইসলামের তনয় খালেদ সাইফুদ্দীন জাফরীপ্রমুখ। সভার শুরুতে আকাদ্দস সিরাজুল ইসলামেরপ্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।প্রভাষক আরবাব হোসেন খান কথা সাহিত্যিকআকাদ্দস ইসলামের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তপাঠকরেন।




Discussion about this post