বিডি ল নিউজঃ কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে যদি পাকিস্তান হারিয়ে দেয়, তাহলে এই বিশ্বকাপ মিসবা-উল-হক’রাই জিতবে। এমনটাই মনে করেন সেদেশের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক ইমরান খান। সম্প্রতি, এক স্থানীয় নিউজ চ্যানেলে চলতি বিশ্বকাপে পাক দলের ভবিষ্যত নিয়ে পর্যালোচনা করতে গিয়ে ইমরান জানিয়েছেন, গ্রুপ-পর্যায়ের প্রথম দুটি ম্যাচ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও পরের তিনটি ম্যাচ জিতে ভালভাবে ফিরে এসেছে মিসবা-বাহিনী। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষ ছিল, যারা এই কাপের অন্যতম বড় দাবিদারও বটে। তাই ইমরানের মতে, যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে পাকিস্তান, তাহলে বিশ্বকাপ জয় থেকে তাদের আর কেউ আটকাতে পারবে না।
তবে, বিষয়টা যে একেবারেই সহজ নয়, তাও জানান তিনি। সেক্ষেত্রে পাকিস্তানের প্রাক্তন অল-রাউন্ডার ইমরান মনে করেন, অ্যাডিলেডই একমাত্র জায়গা যেখানে অস্ট্রেলিয়ার হারের সম্ভাবনা সবচেয়ে বেশি। দলের বর্তমান অধিনায়ক মিসবার জন্য ১৯৯২ সালের বিশ্বকাপ-জয়ী অধিনায়কের টোটকা— অস্ট্রেলিয়া স্পিনের মুখে ভঙ্গুর। তাই কোয়ার্টার ফাইনালে দলে একজন পেস বোলার কমিয়ে ইয়াসির শাহ-কে নিলে অজি-বাহিনীর বিরুদ্ধে খেলা জমিয়ে দেবে পাকিস্তান।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হলে আগে আয়ারল্যান্ড নামক গাঁট টপকাতে হবে পাকিস্তানকে। রবিবার অ্যাডিলেডে এই দুই দল খেলবে। পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে দুই দলই সমান পয়েন্টে রয়েছে। শুধু নেট রান রেটের বিচারে আইরিশদের থেকে সামন্য এগিয়ে পাকিস্তান। ফলে, কোয়ার্টার ফাইনালে যেতে হলে উভয় টিমের কাছেই ম্যাচটি মরণ-বাঁচণ। আগামীকাল যে দল জিতবে, তারা কোয়ার্টার ফাইনালের বুকিং নিশ্চিত করে নেবে। আর অন্য দলকে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।
ইমরান জানান, ভারতের বিরুদ্ধে ইয়াসিরকে খেলিয়ে ভুল করেছে মিসবারা, কারণ ভারতীয় ব্যাটসম্যানরা বরাবরই স্পিনটা ভাল খেলে। তিনি জানান, পাকিস্তানকে রবিবারের অতি-গুরুত্বপূর্ণ ম্যাচে ইয়াসিরকে অবশ্যই খেলানো উচিত। একইসঙ্গে, ৭ ফুট ১ ইঞ্চির মহম্মদ ইরফানকে এই বিশ্বকাপের ‘সবচেয়ে বিপজ্জনক’ বোলার বলে উল্লেখ করেছেন সেদেশের এই কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার। জানান, ইরফানকে টিম ম্যানেজমেন্টের বলা উচিত, রান আটকাতে হবে না, শুধু উইকেট নাও। একইসঙ্গে দলের তরুণ উইকেটরক্ষক সরফরাজকে নিয়েও ভীষণই উচ্ছ্বসিত তিনি।
বলেন, ও একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান এবং সাহসী উইকেটরক্ষক। আগের ম্যাচগুলিতে ওকে খেলানো উচিত ছিল। অধিনায়ক মিসবার সমালোচনা করে ইমরান বলেন, নেতিবাচক ভাবনাচিন্তার জন্যই পাকিস্তান প্রথম দুটি ম্যাচে হেরেছে। ভারত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মিসবারা রান আটকাতে গিয়ে ম্যাচ হেরেছিল। কিন্তু, পরের ম্যাচে আক্রমণাত্মক মনোভাব দিয়ে লড়াই করে জয় ছিনিয়ে আনে। এটাই চাই। মিসবা এটা বুঝতে পেরেছে বলে দল জিতছে।
সূত্রঃ এবিপি আনন্দ
Discussion about this post