র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) বরিশালের সদস্যরা ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ ডাকাত ও ছিনতাইকারীকে আটক করেছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় র্যাব-৮ এর বরিশালের রূপাতলী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যার-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, আটক ১১ জন আন্তজেলা ডাকাত, প্রতারক ও ছিনতাইকারী দলের সদস্য। তাদের অভিযানে আটকরা হলেন- মো. ঈমাম হোসেন পলাশ, কৃষ্ণ কান্ত মজুমদার, মো. সুমন হোসেন, ইস্রাফিল মাতুব্বর, আসাদুর রহমান, রবি চন্দ্র দাস, সোহেল তালুকদার, নূর হোসেন, জুয়েল মাতুব্বর, মো. সোহেল মাতুব্বর এবং রাধ্যেশ্যাম মণ্ডল।
তাদের বরিশাল-ফরিদপুর মহাসড়কের হামিরদি ও ফরিদপুরের ভাঙা থানাধীন বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। আটকদের মধ্যে মো. সুমন হোসেন ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা ব্যাতীত অন্যরা ভাঙা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আটক করা অস্ত্রের বিষয়ে মেজর আদনান জানান, অভিযানের সময় ১টি সেভেন পয়েন্ট সিক্স ফাইফ মিলিমিটারের বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ৩টি রামদা, ৩ বোতল ফেন্সিডিল, ২৩টি মোবাইল, ৬০টি সিম, ৩টি গাছ কাটার করাত, ৩২০ পিস ইয়াবা, ১ টি ল্যাপটপসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির।
Discussion about this post