ডেস্ক রিপোর্ট
রাজধানীর মিরপুর থানাধীন এলাকার বস্তি থেকে দেশি অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় খোকন নামে এক আসামির ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৮ জানুয়ারি) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজের বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপী আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।
বিচারক আদেশে বলেন, অস্ত্র আইনের মামলায় ১৯(এ) ধারায় ১০ বছর এবং ১৯ (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তবে রায়ে উল্লেখ করা হয়েছে, সাজা দুইটা একসঙ্গে চলবে তাই আসামিকে ১০ বছর সাজা ভোগ করতে হবে।

মামলার সূত্রে জানা যায়, ২০০০ সালের ২৪ মে অস্ত্র- গুলির রাখার অপরাধে আসামি গ্রেফতার করেন পুলিশ। ওই বছরের ১৭ অক্টোবর আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই রতন কান্তি রায় চার্জশিট দাখিল করেন। মামলায় ১৩ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ৬ জনের সাক্ষ্য দেন।
Discussion about this post