অস্ত্র আইনে ১৫ বছর আগে দায়ের হওয়া মামলায় রূপেশ বৈদ্য নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
রূপেশ চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা রবীন্দ্র বৈদ্যর ছেলে। সে বর্তমানে পলাতক রয়েছে।
আদালত সূত্র জানায়, ২০০২ সালের ২ মার্চ নগরীর কর্ণফুলী সেতু এলাকা থেকে রূপেশ বৈদ্যকে আটক করে পুলিশ। পরে তার ব্যাগ তল্লাশি করে চার হাজার ৯৫০টি পয়েন্ট টু টু বোরের গুলি উদ্ধার করা হয়। ঘটনার দিন সার্জেন্ট মঈনুল ইসলাম বাদী হয়ে রূপেশের বিরুদ্ধে মামলা করেন। এরপর ২০০২ সালের ১১ জুলাই আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল হক। পরে জামিন নিয়ে রূপেশ পালিয়ে যান।
Discussion about this post